সী-গাল দ্বীপের অমিডন
সী-গাল দ্বীপের অমিডন জয়নুল আবেদীন
কিছুকাল আগের কথা। এক গ্রাম ছিল । গ্রামের মাথায় পাতার ঘরে বাস করতো মহাসিয়েনা ও তার বৌ নানমারৌনা। চমন ও চুমকি নামে তাদের একজোড়া হাঁস ছিল। বাড়ির উত্তর দিকে খাল। খালে জলজ উদ্ভিদের গায়ে লেগে থাকতো শামুক। শামুক ছাড়াও ছোট ছোট মাছ থাকতো খালে। চুমকি চমন সকালে খালে নামে। সারাদিন মাছ ও শামুক খায়। ঘাস ফড়িং ও পোকা মাকড় খায়। পাড়ে বসে রোদ পোহায়। কখনো জলে লাফালাফি ঝাপাঝাপি করে। মহাসিয়েনাদের মতো চুমকিরাও সুখী পরিবার
এক রাতে মহাসিয়েনারা ঘুমুতে যাওয়ার আগে নিরূপ কথাবার্তা বলাবলি করে। নানমারৌনা : চুমকি চমনের গায়ে চর্বি হয়েছে। চর্বি হলে ডিম কম দেয় ।
বইয়ের বাকি অংশ ডাউনলোড দিন...{ click here }
কোন মন্তব্য নেই